চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শপিংমলের পাশাপাশি অনলাইনেও কেনাকাটার ধুম

ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে অনলাইন ঈদ বাজার। শপিংমলের পাশাপাশি অনলাইনেও কেনাকাটায় ধুম লেগেছে। এ উপলক্ষে ঈদে বিভিন্ন অনলাইন কেনাকাটার ওয়েবসাইটগুলো নানা অফার দিচ্ছে।

অনলাইন কেনাকাটায় ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা বলছেন, কেনার আগে অনলাইন শপগুলো যাচাই-বাছাই করলে ক্রেতারা লাভবান হবেন।

অনলাইন কেনাকাটার সুবিধা হলো- দরদামের ঝামেলা নেই, যানজট নেই। সব মিলিয়ে যান্ত্রিক নাগরিক জীবনে শপিং মলের ভিড় এড়িয়ে ঈদ কেনাকাটায় জনপ্রিয় হয়েছে অনলাইন শপিং। ঘরে বা অফিসে বসেই পাওয়া যাচ্ছে নিজের পছন্দমতো পোশাক, গয়না বা ঘরের নিত্যসমাগ্রী। তবে ক্রেতাদের কিছু অভিযোগও রয়েছে।

এখন গরম, তাই দেশীয় পোশাকের সমাহার অনলাইন শপে। তাঁতের শাড়ি, জামদানি, সুতি শাড়ি, ব্লকের শাড়ি, মেয়েদের কুর্তি এবং সিঙ্গেল কামিজ অনলাইনে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। অনেকে ট্র্যাডিশনাল গয়না এবং ব্যাগও কিনছেন।

ঈদে ক্রেতাদের জন্য নানা অফারের পাশাপাশি দ্রুত সময়ে মানসম্পন্ন পণ্য ডেলিভারির প্রতিশ্রুতি দিচ্ছে অনলাইন শপগুলো।

জনপ্রিয় অনলাইন সেবাগুলো শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ চলছে। নববর্ষসহ বাঙালি অনুষ্ঠানগুলোতে দেশীয় পোশাকের ওপর ক্রেতাদের আগ্রহ থাকলেও ঈদে ক্রেতারা বিদেশমুখী হওয়ায় কিছুটা হতাশ অনলাইন বিক্রেতারা।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: