চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শত কোটির পথে সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’

মুক্তির প্রথম দিনেই কিছুটা আঁচ পাওয়া গিয়েছিল যে, অন্তত ‘টিউবলাইট’-এর পুনরাবৃত্তি হচ্ছে না বলিউড তারকা অভিনেতা সালমান খানের আলোচিত ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’র বক্স অফিস। কারণ মুক্তির দিনেই পৌনে ৩৪ কোটি রুপি আয়ের পর মাত্র তিন দিনেই এবার শত কোটি রুপির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ছবিটি।

আলী আব্বাস জাফর পরিচালিত সালমান-ক্যাটরিনা জুটির ‘এক থা টাইগার’-এর সিক্যুয়াল হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। গেল শুক্রবার মুক্তির দিনে শুধু ভারতেই আয় করে ৩৩.৭৫ কোটি রুপি। যা চলতি বছরে ‘বাহুবলী’র পর প্রথম দিনে সর্বোচ্চ আয়কারী ছবি। প্রথম দিনের মতো মুক্তির দ্বিতীয় দিনেও ছবিটি বক্স অফিসে দাপট অব্যাহত রেখে আয় করেছে পৌনে ৩৫ কোটি রুপি।

গত দুই দিনেই ছবিটি প্রায় ৭০ কোটি রুপি আয়ের পর তৃতীয় দিনেই যে শত কোটি রুপি আয়ের রেকর্ড স্পর্শ করতে চলেছে এটা একরকম নিশ্চিত। ট্রেড অ্যানালিস্ট তারান আদর্শের মতে, শুক্র ও শনিবারে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর আয় ছাড়িয়ে যাবে তৃতীয় দিনে। কারণ এদিন সাপ্তাহিক হলিডে, তারউপর বড় দিনের আমেজ!

ধারনা করা হচ্ছে, মুক্তির তৃতীয় দিনেই ছবিটি ৫০ কোটি রুপি আয় করতে পারে। আর এমনটা হলে মুক্তির তিন দিনেই ১০০ কোটি রুপির বেশী আয় করার মাইলফলক স্পর্শ করবে টাইগার জিন্দা হ্যায়।

দুই দিনে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর আয়:
প্রথম দিন: ৩৩.৭৫ কোটি রুপি
দ্বিতীয় দিন: ৩৪.৭৫ কোটি রুপি

বাজেট:
টাইগার জিন্দা হ্যায়’ ছবির মোট বাজেট: ১৫০ কোটি রুপি
প্রোডাকশন ব্যয়: ১৩০ কোটি রুপি
প্রিন্টস+বিজ্ঞাপন: ২০ কোটি রুপি

কতো পর্দায় মুক্তি পেল ‘টাইগার জিন্দা হ্যায়’?:
ভারতে ৪৬০০টি পর্দায়
বিশ্বব্যাপী আরো ১১০০ পর্দায়

নির্মাণ ও প্রচারণায় মোট ১৫০ কোটি টাকা বাজেটের ‘টাইগার জিন্দা হ্যায়’কে গড়পড়তা চলচ্চিত্র বলা হবে যদি শেষপর্যন্ত ১৫০ কোটি রুপি আয় করতে পারে। আর হিটের তকমা তখনই পাবে, যখন এই চলচ্চিত্রের আয় ২০০ কোটি রুপিতে পৌঁছে যাবে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, ছবিটি যদি এমন দাপট নিয়ে পুরো সপ্তাহ শেষ করে তবে ২০০ কোটি স্পর্শ করতে খুব বেগ পেতে হবে না।