চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শতাব্দীর সেরা একাদশে বার্সার ছয়, রিয়ালের তিন

গত কয়েক বছর ধরেই ইউরোপীয় ফুটবলের ওপর আধিপত্য বিস্তার করছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। উয়েফার সেরা খেলোয়াড়দের তালিকাতেও তাই জায়গা করে নিয়েছে অনেক ক্লাসিকো তারকারা।

উয়েফার শতাব্দী সেরা একাদশে ছয়জন স্প্যানিশ রয়েছেন। এই ছয় জনের সবাই আবার বার্সেলোনার। বর্তমান-সাবেক মিলিয়ে এই তালিকায় রিয়াল থেকে জায়গা পেয়েছেন তিনজন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সেরা দলের যথারীতি রয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিবছর নির্বাচিত করা উয়েফার সেরা একাদশে মোট ১১বার জায়গা পেয়েছেন রোনালদো। আর মেসি জায়গা পেয়েছেন আটবার। মেসির সমান সংখ্যকবার নির্বাচিত হয়েছেন ইকার ক্যাসিয়া, কার্লোস পুয়েল ও সার্জিও রামোস। আন্দ্রেস ইনিয়েস্তার সুযোগ হয়েছে ছয়বার।

উয়েফার শতাব্দী সেরা একাদশ: ইকার ক্যাসিয়াস, সার্জিও রামোস, জেরার্ড পিকে, কার্লোস পুয়েল, ফিলিপ লাম, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, স্টিভেন জেরার্ড, থিয়েরি হেনরি অঁরি, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।