চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লিবীয় কোস্টগার্ডের অভিযানে ভূমধ্যসাগরে ১৪ বাংলাদেশিসহ ২৯০ অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ১৪ বাংলাদেশিসহ ২শ’ ৯০ জন অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড।

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলে দু’টি অভিযানে তাদের উদ্ধার করা হয়।

লিবীয় নৌবাহিনীর মুখপাত্র আয়ুব কাসেম জানান: ত্রিপোলি থেকে ৫০ কিলোমিটার পূর্বের কারাবুলি উপকূলে অভিযান চালিয়ে রাবারের নৌকা থেকে ৮৭ অভিবাসীকে উদ্ধার করা হয়।

জিলতিন উপকূলে আরেক অভিযানে বাকি ২শ’ ৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ৭ জন নারী ও ১ শিশু রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার লিবিয়ার নৌবাহিনীকে ভূমধ্যসাগরে তিনটি নৌকা ডুবে যাওয়ার খবর জানায় জার্মানির একটি দাতব্য সংস্থা। জানা গেছে, উদ্ধারকৃতদের মধ্যে বেশির ভাগই আরব ও আফ্রিকার দেশগুলোর নাগরিক।