চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

লিটনকে টানল মোস্তাফিজদের কুমিল্লা

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে মাঠ মাতাবেন লিটন কুমার দাস। ক্যাটাগরি ‘বি’ থেকে উইকেটরক্ষক-ব্যাটারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সোমবার রাজধানীর একটি হোটেলে বিপিএল প্লেয়ার্স ড্রাফটে প্রথম সুযোগেই লিটনকে দলে টানে কুমিল্লা। ডিরেক্ট সাইনিংয়ে এই দলে খেলছেন মোস্তাফিজুর রহমান।

ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ে দল চুড়ান্ত করেছেন বেশ কজন দেশি-বিদেশি ক্রিকেটার। ‘এ’ ক্যাটাগরি থেকে বাংলাদেশ টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে চুক্তি করিয়েছে ঢাকা, সাকিবকে বরিশাল, মুশফিককে খুলনা, তাসকিন আহমেদকে টেনেছে সিলেট। ক্যাটাগরি ‘বি’ থেকে নাসুম আহমেদকে সরাসরি দলে রেখেছে চট্টগ্রাম।

বিদেশি খেলোয়াড়দের মাঝে থিসারা পেরেরা, নাভিন-উল হক, ভানুকা রাজাপাকসে আগেই নাম লিখিয়েছে খুলনার হয়ে খেলতে। বরিশালে খেলবেন আফগান স্পিনার মুজিব-উর রহমান, লঙ্কান ব্যাটার ধানুশকা গুনাথিলাকা।

চট্টগ্রামের সঙ্গে চুক্তি করেছেন কেনার লুইস, বেনি হাওয়েল। দিনেশ চান্ডিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন অ্যালেক্সান্ডারকে সরাসরি টানছে সিলেট।