চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘লা লা ল্যান্ডের’ এমা সেরা অভিনেত্রী

এমাই সেরা অভিনেত্রী। ‘লা লা ল্যান্ড’ ছবির সেই উঠতি নায়িকার ভূমিকায় অভিনয় করা এমা স্টোনই জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ২০১৫ সালের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন এমা এবার আরও জয় করেছেন ‘গোল্ডেন গ্লোব’ আর ‘বাফটা অ্যাওয়ার্ড’। এবার অস্কার নিয়েই ঘরে ফিরলেন ২৮ বছর বয়সী এই অভিনেত্রী।
পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। বক্তব্যেও ফুটে উঠলো তার ছোঁয়া। এমনিতেই বেশ বিনয়ী এমা। মনোনীত অন্য সবার প্রতি তাই কৃতজ্ঞতা। বললেন, ‘আপনাদের পাশে দাঁড়িয়ে পুরস্কার নিতে পারায় গৌরব বোধ করছি।’ আরও বললেন, তার ‘আমার শেখার এখনো বাকি আছে অনেক। আমি প্রতিনিয়ত বড় হচ্ছি এবং শিখছি।’

‘লা লা ল্যান্ড’ ছবির গল্পে এমা একজন উঠতি অভিনেত্রী। লস অ্যাঞ্জেলেস শহরে এসে দেখা পান আরেক উঠতি গায়কের। সেখানেই চলতে থাকে তাদের প্রেম পর্বের দিনগুলো। আর ‘লা লা ল্যান্ড’ তাদের কল্পনার এক নগরী। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন রায়ান গসলিং ।