চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লাইফসাপোর্টে দগ্ধ সুমাইয়া

রাজধানী উত্তরার গ্যাসপাইপ বিস্ফোরণে দগ্ধ সুমাইয়া লাইফসাপোর্টে আছেন। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে দুই ছেলে ও স্বামীকে হারিয়েছেন এই নারী। মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুমাইয়া। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিলো।

দগ্ধ সুমাইয়ার আরেক ছেলে জারিফ তুলনামূলক সুস্থ অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

গত ২৬ ফেব্রুয়ারি উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাসার ৭ তলায় রান্নাঘরের গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তারা হলেন- মো. শাহনেওয়াজ (৫০), স্ত্রী সুমাইয়া বেগম (৪০), ছেলে শালিল (১৫), জারিফ (১১) ও জারান (১৪ মাস)।

অগ্নিকাণ্ডের দিন বিকেলে শালিল ও রাতে জারান মারা যায়। এর একদিন পরে মারা যান আমেরিকান দূতাবাসের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শিশুদের বাবা মো. শাহনেওয়াজ।