চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

মৌসুমী লঘুচাপের প্রভাবে সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এই অবস্থা আরও ২ থেকে ৩ দিন থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।

দেশের ১০টি জেলায় টানা ভারী বৃষ্টির পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। সকাল থেকে সড়কগুলোতে যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও শিক্ষার্থীরা।

বৈরি আবহাওয়ায় কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির ধারা কমে আসলে শীঘ্রই আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।