চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লক্ষ্মীপুর ও নোয়াখালীতে পৃথক ঘটনায় ডাকাতসহ নিহত ২

লক্ষ্মীপুরের ঝাউডগি গ্রামে ডাকাতের গুলিতে মোসলে উদ্দিন (৪৫) নামে একজন গরুর খামারের মালিক এবং নোয়াখালীর সদরের ধর্মপুরে গনপিটুনিতে ১ ডাকাত নিহত হয়েছে।

সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পৃথক দুই জেলায় এ ঘটনা ঘটে।

প্রতিনিধিদের তথ্যমতে, লক্ষ্মীপুরে ভোর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার কুশালখালীর ঝাউডগি গ্রামে ডাকাত দলের সদস্যরা মোসলে উদ্দিনের পরিবারের অন্যান্য সদস্যদের বেঁধে ১০ থেকে ১২টি গরু নিয়ে যাওয়ার সময় গরুর মালিককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিতে গুরুতর আহত হয় মোসলেউদ্দিন, তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

চন্দ্রগঞ্জ থানাধীন দাসের হাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মফিজুর রহমান বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হাজিহাট বলির দোকান এলাকার সামছু মাস্টারের বাড়িতে সোমবার গভীর রাতে একদল ডাকাত সীঁধ কেটে ঘরের ভিতরে ঢুকলে ঘরের লোকজন টের পেয়ে চিৎকার করে। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি কুপিয়ে ২ জনকে আহত করে।

বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসি এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ফয়েজ (৫০) নামে এক ডাকাতকে জনতা ধরে গনধোলাই দিলে সে ঘটনাস্থলে মারা যায়।

ডাকাতদের ছুরিকাঘাতে আহত সনিয়া বেগম (৩৮) ও মো: ইব্রাহীম (৩৫) কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুধারাম মডেল থানার এস আই নেপাল চন্দ্র জানান,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।