চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তীব্র স্রোতে লক্ষ্মীপুরে মেঘনা নদী তীর রক্ষা বাঁধে ধস

তীব্র স্রোতে লক্ষ্মীপুর কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ ধসে পড়েছে। জোয়ারের পানি ঢুকে প্রায় দু’শ মিটার নদীগর্ভে তলিয়ে গেছে। মানবেতর জীবন যাপন করছেন বাঁধ সংলগ্ন মানুষ। দ্রুত বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

২০১৬ সালে কমলনগর উপজেলার মাতাব্বরহাট এলাকায় নির্মিত হয় এক কিলোমিটার বাঁধ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মই বাঁধ ধসের মূল কারণ।

তারা বলছেন, নিম্নমানের বালু ও জিও ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণ করায় ব্লক থেকে ব্লকের দূরত্ব বাড়তে থাকে। ফাঁকা হয়ে যায় বাঁধের বেশ কিছু অংশ। তীব্র স্রোতে নির্মাণাধীন বাঁধের দু’পাশে ব্লক সরে ধসে পড়ছে।

কমলনগরের মাতাব্বরনগর, লুধূয়া, সাহেবেরহাটসহ ১০টি গ্রামের প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙ্গণ দেখা দিয়েছে। দ্রুত বাঁধ সংস্কারে কার্যকারি পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

তবে বাঁধ নির্মাণে অনিয়মের কথা অস্বীকার করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। আর বাঁধ সংস্কারে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।