চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লকডাউনেও রাস্তায় শুধু মানুষ আর মানুষ

লকডাউনের মাঝেও ঢাকা এবং আশপাশের জেলাগুলোতে রাস্তায় মানুষের স্রোত বেড়ে চলেছে। এর মাঝে কাজ না থাকায় বাড়ি ফেরা মানুষ যেমন আছে তেমনই আছে কাজের সন্ধানে বের হওয়া মানুষ।

তারা বলছেন, লকডাউনের সুফল পেতে হলে বিপদে পড়া মানুষের জন্য সহযোগিতা নিশ্চিত করতে হবে।

নারায়ণগঞ্জের মদনপুর মোড়ের চিত্র দেখে কে বলবে, দেশে করোনার মহামারিতে মৃত্যু দিন দিন বাড়ছে?

কাঁচপুর ব্রিজ পার হয়ে ঢাকার প্রবেশ পথে রাস্তার দু’পাশেই জনস্রোত।

রাস্তায় থাকা মানুষগুলো বলছেন, সবই খোলা আছে, শুধু গাড়ি চলে না। তাতে কি হবে? অনলাইনে কাজ করার কথা বলা হচ্ছে। কিন্তু সব কাজ তো আর অনলাইনে করা যায় না। সেজন্য বাইরে যেতেই হয়।

আবার কেউ বলছেন, এই লকডাউনে যে কারও কাছে টাকা নিয়ে চলবো, সেই অবস্থাও নেই। তাহলে কাজে তো যেতেই হবে।

চেকপোস্টগুলোতে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, বেশিরভাগ মানুষই জরুরি প্রয়োজনে বের হচ্ছেন।

আবার গুলিস্তানসহ বেশি কিছু এলাকায় বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ার অপরাধে আটক করা হয়েছে অনেককে।

লকডাউনের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের ভাড়া করা বিভিন্ন রুটের অভ্যন্তরীণ বাসগুলোকে ঢাকা এবং আশপাশের জেলাগুলোতে যাত্রী পরিবহণ করতে দেখা গেছে।