চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোয়ানু’র আঘাতে ভোলার চার হাজার পরিবার ঘর ছাড়া

ভোলায় রোয়ানু’র আঘাতে বাড়ীঘর বিধ্বস্ত হয়ে খোলা আকাশের নিচে বাস করছে অন্তত চার হাজার পরিবারের ২০ হাজার মানুষ। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে সদর, তজুমদ্দিন, লালমোহন ও দৌলতখান উপজেলাবাসী।

ঝড়ের সতর্ক সংকেত এবং প্রশাসনের প্রস্তুতির সময় কিছু বুঝে ওঠার আগেই ভোলায় আঘাত হানে রোয়ানু। ভোর থেকে শুরু হওয়া ঝড় তান্ডব চালায় বিকেল পর্যন্ত। এতে ভোলার উপকূল লন্ডভন্ড হয়ে যায় ।

জেলা সদর, তজুমদ্দিন, লালমোহন ও দৌলতখান উপজেলা ৪ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। সেখানকার ব্যবসায়ী, কৃষক মৎস্যজীবীসহ খেটে খাওয়া মানুষজন একমাত্র আয়ের উৎস হারিয়ে এখন পথে বসেছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ৪ লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, ঝড়ে ফসলের ক্ষেত মাছের ঘের সবই তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে উঠতি ফসল , ঘেরের মাছ, সরকারী সহায়তা না পেলে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে মনে করছেন ক্ষতিগ্রস্থরা।