চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোহিঙ্গা সংকট বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়: আইওএম

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং বলেছেন, রোহিঙ্গা সংকট বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। বিশ্ব সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো।

সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালী ও নাইক্ষংছড়ির ঘুমধুম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখার সময় ত্রাণ বিতরণ করার পাশাপাশি নির্যাতিত রোহিঙ্গাদের দুর্দশার কথা শোনেন আইওএম মহাপরিচালক।

সকাল ১১ টার দিকে তিনি কক্সবাজার পৌঁছেন। কুতুপালং অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সেখান থেকে উখিয়ার বালুখালী অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনে রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য সেবা কেন্দ্র, স্যানিটেশন, আশ্রয় কেন্দ্র, শিশু বন্ধু কেন্দ্র, পরামর্শ কেন্দ্র, ত্রাণ বিতরণ ও পুষ্টি কার্যক্রমসহ বিভিন্ন কর্মকাণ্ড দেখেন উইলিয়াম ল্যাসি।