চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে নিহত ৪

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ।

শুক্রবার ঘুমধুম ট্রানজিট ক্যাম্পের একটি তাবুতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল চাইলাউ মারমা জানান, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নুরুন খাবা (৩০), ইমাম শরীফ (৮), আরজুমান বিবি (১), দিলশান বিবি (৬)।

ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, নতুন আসা রোহিঙ্গাদের তাবুতে মোমবাতির আগুন থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে তাবুটি পুড়ে যায়। ওই সময় তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী রেড ক্রিসেন্ট ও এমএসএফ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তারা মারা যায়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী রবিন একই পরিবারের ৪ রোহিঙ্গা মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।