চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে মৃতের সংখ্যা বাড়ছে

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার সময় সাগরে রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনায় আরও চারজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে ৩ জন শিশু ও ১ জন নারী রয়েছে। এ নিয়ে নৌকা ডুবির ঘটনায় ২০ জনের মৃতদেহ উদ্ধার হলো।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জানান, শুক্রবার ভোরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সৈকতের পাথুয়ারটেক এলাকার সাগর থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এছাড়া এই ঘটনায় জীবিত উদ্ধার করা ২৭ জনের মধ্যে ৯ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকালে নৌকা ডুবির ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ ১৬ জনের মৃতদেহ উদ্ধার করেছিল। এদের মধ্যে ৯ জন শিশু ও ৭ জন নারী ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নৌকা ডুবির সময় সাগরে দমকা হাওয়া এবং ভাটার টান ছিল। এতে ইনানীর পাথুরে সৈকতের পাথুয়ারটেক এলাকার সাগরে নৌকাটি উল্টে গিয়ে এ ঘটনা ঘটেছে। নৌকাটিতে শিশুসহ ৮০ জন নারী-পুরুষ ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় নিখোঁজদের ব্যাপারে খোঁজ-খবর নেয়া এবং সাগরের বিভিন্ন পয়েন্টে পুলিশের নজরদারি রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।