চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রোনালদোকে মাস্ক পরিয়ে ছাড়লেন তিনি

আর একটি গোল হলেই জাতীয় দল জার্সিতে শত গোলের মাইলফলক ছোঁয়া হয়ে যাবে। ক্রোয়েশিয়ার বিপক্ষেই হয়ে যেত। হতে দেয়নি মৌমাছির হুল! সত্যিই মৌমাছির হুলের কারণে শনিবার রাতে সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে!

উয়েফা নেশনস কাপের শিরোপা ধরে রাখার মিশনে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। ম্যাচে দর্শকসারিতে বসে সতীর্থদের খেলা উপভোগ করতে হয়েছে অধিনায়ক রোনালদোকে। পায়ের গোড়ালিতে মৌমাছির কামড় খেয়েছিলেন, সেটাই সংক্রমিত হয়ে গেছে।

না খেললেও দর্শকসারিতে বসে সতীর্থদের সমর্থন দিয়ে গেছেন সিআর সেভেন। সমর্থন জানানোর সময় করেছেন ছোট্ট একটা ভুল। উয়েফার নতুন নিয়মে মাঠের বাইরে ডাগআউট বা গ্যালারিতে যারাই থাকবেন, মুখে মাস্ক থাকতেই হবে। রোনালদোর মুখে সেটা ছিল না।

টিভি ক্যামেরায় ধরা পড়েছে ম্যাচের সময় দলের একজন নারী স্টাফ এসে তাকে মনে করিয়ে দিচ্ছেন যে মুখে মাস্ক নেই। ভুল বুঝতে পেরে দ্রুতই মাস্ক পরে নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি অরজয়ী মহাতারকা।

রোনালদোর সংক্রমণ দ্রুত সারবে বলে নিশ্চিত নন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। মঙ্গলবার সুইডেনের বিপক্ষে ম্যাচেও তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি পর্তুগিজদের।

অবশ্য খুব একটা সমস্যা হচ্ছে না রোনালদোর অনুপস্থিতিতে। জোয়াও ক্যান্সেলো, ডিয়েগো হোতা, জোয়াও ফেলিক্স এবং আন্দ্রে সিলভার গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে পর্তুগাল বুঝিয়ে দিয়েছে সুইডেনের বিপক্ষে রোনালদো ছাড়াই বেশ প্রস্তুত তারা!