চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রোজায় কুড়িগ্রামে সবজির বাজারে দাম নেই

রোজায় উৎপাদিত সবজির বাজারমূল্য পাচ্ছেন না কুড়িগ্রামের কৃষক। তারা বলছেন, সবজির দাম এতোটাই নিম্নমুখী যে বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না।

কুড়িগ্রামে রোজা শুরু হতেই পড়ে গেছে সবজির দাম। রোজার আগেও খুচরা বাজারে বেগুনের কেজি ছিল ২০ থেকে ২৪ টাকা। এখন বিক্রি হচ্ছে ১০-১২ টাকায়।

পটলের কেজি ছিল ২০ থেকে ২২ টাকা। এখন কমে দাঁড়িয়েছে ৮ থেকে ১০ টাকায়। কাঁচা মরিচের কেজি ৮-১০ টাকা।

কৃষক জানান, তাদের লোকসান হলেও লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা।

পাইকারি বাজারগুলোতে সবজির দাম আরো কম। প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে তিন থেকে চার টাকা, ঝিঙে চার থেকে পাঁচ টাকা, কাঁচামরিচ তিন থেকে চার টাকা, করলা পাঁচ থেকে ছয় টাকা, ঢেড়শের দাম মাত্র দু টাকা, আর  বেগুন বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ টাকায়।

প্রতিটি সবজি চাষে কৃষকের খরচ হয়েছে বাজারমূল্যের চেয়ে অনেক বেশি। পটল ও করলা আট থেকে সাড়ে আট হাজার টাকা, কাঁচা মরিচ সাত হাজার থেকে আট হাজার টাকা, আর বেগুনে খরচ ১৬ হাজার থেকে ১৭ হাজার টাকা।

ভালো ফলন হলেও বাজার দরে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষক। জেলার নয় উপজেলায় এবার চার হাজার একশ’ ৩৬ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে।