চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রেফারির ওপর খেপেছেন জয়বঞ্চিত মরিনহো

পেনাল্টি না দেয়ায় রেফারি ক্রেইগ পওসনের ওপর খেপেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মরিনহো। শনিবার প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে নেমে গেছে ম্যান ইউ। এই নিয়ে টানা তিন ম্যাচে ড্র করল দলটি।

প্রথমার্ধে সাউদাম্পটন ডিফেন্ডার মায়া ইওসিদা নিজেদের বক্সে হাতে বল লাগান। ম্যান ইউ’র খেলোয়াড়রা পেনাল্টির আবেদন করলে রেফারি নাকচ করে দেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরিনহোর কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘এই বিকেল হতাশার ছিল কি না?’ উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই, বিশেষ করে যে মিনিটে রেফারি পরিষ্কার পেনাল্টি দেননি।’

সেই মুহূর্ত

মরিনহো বলেন, ‘আমরা গোল করার মতো যথেষ্ট খেলেছি। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া হয়েছে। পেনাল্টির বিষয়টি নিয়ে সত্যি আমি অসন্তষ্টু।

যার হাতে বল লেগেছিল, সেই ইওসিদা পেনাল্টি হজম না করায় নিজেদের ভাগ্যবান বলছেন, ‘মাঝে মাঝে রেফারিদের কাছ থেকে আমরা পক্ষে সিদ্ধান্ত পাই। কখনো আবার দুর্ভাগ্য আসে। আজ ভাগ্য আমাদের সঙ্গে ছিল।’