চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রেজওয়ানা’র গানে গানে মুখরিত খামখেয়ালী সভা

খামখেয়ালী সভার ১৯তম আড্ডা হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রে। ব্যতিক্রমি ওই আড্ডায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ ও শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

খামখেয়ালী সভা নামে স্বয়ং রবীন্দ্রনাথ একটি আড্ডা শুরু করেন ১৮৯৭ সালে কোলকাতায়। তার ১১৫ বছর পর ঢাকায় শুরু হওয়া খামখেয়ালী সভার ১৯তম আড্ডা। বিশ্বসাহিত্য কেন্দ্রে ব্যতিক্রমী ওই আড্ডা শুরু হয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান দিয়ে।

তিনি বলেন, রবীন্দ্রনাথের গানের মধ্যে যে বন্ধন শ্রোতা হিসাবে আমরা যেমন উপলব্ধি করি রবীন্দ্রনাথ নিজেও তা অনুভব করতেন। তাই তিনি গভীর বিশ্বাস নিয়ে বলতে পারতেন আমার গান বাঙ্গালিদের গাইতেই হবে। তার ভবিষ্যৎবানী ঠিক বলে প্রমাণিত হয়েছে।

গানের ফাঁকে ফাঁকে গীতবিতানের প্রেম পর্যায়ের গানের ওপর আলোচনা করেন শিল্পী। বন্যার গানের পর সাহিত্য আলোচনা আর হাস্যরসে মাতিয়ে রাখেন অনুষ্ঠানে সম্মানীত অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

অর্থমন্ত্রী বলেন, আমার খুব ভালো লেগেছে। এই রকম আসর তোমরা আরো চিন্তা করতে পারো।

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আমাদের হৃদয়ের চর্চা, সুকুমার বৃৃত্তির আনন্দের চর্চা। মানুষ যত রকমভাবে তাকে অতিক্রম করতে পারে সেই সব জিনিসের চর্চা আমরা যত করবো আমাদের তত উপকার, তত কল্যাণ।

রবীন্দ্রনাথের খামখেয়ালী সভা বেশিদিন না টিকলেও ঢাকার এই মাসিক আড্ডা নিয়মিত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।