চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রিয়াল কিংবদন্তি বেনিতো মারা গেছেন

গোয়ো বেনিতো, স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি সেন্টারব্যাক, ৭৩ বছর বয়সে মারা গেলেন। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর কথা জানায় রিয়াল। তিনি দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

রিয়ালের বিখ্যাত জার্সিতে এক যুগেরও বেশি সময়ে ৬বার লা লিগা শিরোপা ও ৫বার কোপা ডেল রে জিতেছেন বেনিতো। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ৪২০টি ম্যাচ খেলার পাশাপাশি স্প্যানিশ জাতীয় দলের হয়ে ২২ ম্যাচে নেমেছেন।

মাত্র ১৬ বছর বয়সে রিয়ালের যুব একাডেমিতে যোগ দিয়েছিলেন বেনিতো। পরে ১৯৬৯ সালে মূল দলে অভিষিক্ত হয়ে ১৯৮২ সাল পর্যন্ত খেলেন। ১৩ মৌসুমের লম্বা রেসের সেনানী ছিলেন। ১৯৭৪-৭৫ ও ১৯৭৯-৮০ মৌসুমে ক্লাবের ডাবলস জয়ের অন্যতম কারিগর তিনি।

রিয়ালের সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জ করোনা আক্রান্ত হয়ে গত ২১ মার্চ মারা যান। বেনিতোর মৃত্যুর খবর সেই শোক কাটিয়ে ওঠার আগেই রিয়ালকে দিল আরেকটি ধাক্কা। ক্লাব ইতিহাসের অন্যতম কিংবদন্তিকে হারিয়ে শোকে পড়া ক্লাবটি বেনিতোর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।