চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রিমান্ড শেষ হওয়ার আগেই মিন্নির জবানবন্দি রেকর্ড, ফাঁসানোর অভিযোগ

বরগুনায় রিফাত হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে রিফাতের স্ত্রী ও মামলার এক নম্বর সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নি।

৫ দিনের রিমান্ড শেষ হওয়ার আগেই শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণ করেছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম গাজী।

তবে রিমান্ড শেষ না হতেই আদালতে হঠাৎ এই জবানবন্দি গ্রহণ রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

জিজ্ঞাসাবাদ ও জবানবন্দি গ্রহণের পর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মিন্নিকে আবারো জেলা কারাগারে পাঠানো হয়।

এসময় আদালত চত্বরে মিন্নির বাবা মোজামেল হোসেন অভিযোগ করেন, দুই নেতা ও হত্যাকারীদের বাঁচাতে পুলিশ তার মেয়েকে ফাঁসানোর চেষ্টায় নাটক করছে।

এর আগে গত বুধবার মিন্নির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।