চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রায় কার্যকরের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের টানা অবস্থান

সোমা ইসলাম: একাত্তরে মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি দ্রুত কার্যকর করার দাবিতে সোমবার বিকেল  থেকে শাহবাগে টানা অবস্থানের ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। 

 মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখাকে দেশের মানুষের বিজয় বলেও মন্তব্য করেছে গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র।

 আদালত রিভিউ আপিল খারিজ করে ফাঁসির আদেশ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করে ডা. ইমরান এইচ সরকার বলেন, এই রায় কার্যকরে আর বাধা নেই। যে কোনো সময় চাইলে সরকার এই রায় কার্যকর করতে পারে।

 এই মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের যে অপেক্ষা একদিন শহীদের সম্মানিত করবে তাদের হত্যাকারীদের বিচারের মাধ্যমে। সেই সময় আর বেশি দূরে নয় বলেও জানান ইমরান।  

 মানবতাবিরোধী অপরাধী কামারুজ্জামানের রায় দ্রুত কার্যকরের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচিরও ঘোষণা দিয়েছে গণজাগরণমঞ্চ।

 মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের দাবিতে গণজাগরণমঞ্চ প্রায় ৫ মাস ধরে প্রতি শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে আসছে।