চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রাহানে-রোহিতদের জন্য ৫ কোটি বোনাস সৌরভের

অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হওয়া দলটা ব্রিসবেনে শেষদিনে ৩২৮ রান তাড়া করে জিতেছে ম্যাচ, সঙ্গে সিরিজও। যে গ্যাবায় ৩২ বছর ধরে অপরাজিত অস্ট্রেলিয়া, তাদের সেই মাঠে ৩ উইকেটে হারিয়ে অজিদের দর্পচূর্ণ করেছে আজিঙ্কা রাহানের ভারত। অনেকটা আনকোরা দল নিয়ে ২-১’এ জিতেছে বোর্ডার-গাভাস্কার সিরিজ।

ইতিহাস গড়া ভারতীয় দলটাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বন্দনা, শোনা যাচ্ছে ধন্য ধন্য রব। যাদের হাত ধরে ঐতিহাসিক জয় এলো, তাদের খুশি করতে বিশাল অঙ্কের বোনাস ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

ব্রিসবেন টেস্ট জয়ের পর সৌরভ টুইট করে রাহানেদের অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ‘অনবদ্য জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এইভাবে সিরিজ জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। দলের প্রত্যেকে খুব ভালো করেছে।’

একই টুইটে দলের জন্য ৫ কোটি রুপি বোনাসও ঘোষণা করেন বিসিসিআই প্রেসিডেন্ট, ‘দলের জন্য বিসিসিআই ৫ রুপি বোনাস ঘোষণা করছে। যদিও এই জয়ের তাৎপর্য কোনো সংখ্যা দিয়ে বোঝানো যাবে না।’

দুর্দান্ত জয় পাওয়া ভারত দলকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেটারদের সাফল্যে আমরা আনন্দিত। অভিনন্দন দলকে।’