চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাশিয়ার দুই জয়ে পুতিন যা বললেন

সৌদি আরবের পর মিশর বধ, দুই জয়ে সবার আগে বিশ্বকাপের শেষ ষোলোয় স্বাগতিক রাশিয়া। এমন পারফরম্যান্সে খুশি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন সাফল্যে পুতিন উচ্ছ্বসিত, প্রতিক্রিয়ায় বলছেন ‘বেশ ইতিবাচক’ জয়। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র সংবাদ মাধ্যমক এ তথ্য জানান।

গত ১৯ জুন গ্রুপ এ’র ম্যাচে ৩-১ ব্যবধানে সালাহ’র মিশরকে হারায় রাশিয়া। সেইন্ট পিটার্সবার্গের ওই ম্যাচে প্রথমার্ধে যা-ও একটু প্রতিরোধ গড়তে পেরেছিলেন মিশরীয়রা। রুশদের একটি আত্মঘাতী গোল উপহার দিয়েই ভেঙে পড়ে তারা। স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন ডেনিস চেরিশেভ। ৩-০তে নিয়ে যান আর্টেম জউবা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মিশরীয়দের পক্ষে একমাত্র গোলটি পেনাল্টি থেকে শোধ করেন দলটির লিভারপুল সেনসেশন সালাহ। আগে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে বিধ্বস্ত করে রুশরা। এমন সাফল্য উচ্ছ্বসিত করেছে পুতিনকে।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানেও উচ্ছ্বসিত ছিলেন পুতিন। বলেছিলেন, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর। আমরা বিশ্বকাপের আয়োজন করতে পেরে সত্যিই দারুণ খুশি। এখানে সকলে ফুটবলকে দারুণ ভালোবাসে। রাশিয়া এক বন্ধুবতসল দেশ। আমি সকল দলের সাফল্য কামনা করি। রাশিয়ায় স্বাগতম।