চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘রাশিয়াকে থামাতে অনেক দেরি করে ফেলেছে ইউরোপ’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের শীর্ষ সম্মেলনে ভাষণে বলেছেন, রাশিয়াকে থামাতে অনেক দেরি করে ফেলেছে ইউরোপ।

তিনি তার বক্তব্যে ইউক্রেনে রাশিয়ার ধ্বংসযজ্ঞ ও ক্ষতির চিত্র তুলে ধরেন এবং ইউক্রেনকে সমর্থনে ইউরোপ ঐক্যবদ্ধ হওয়ায় তাদেরকে ধন্যবাদও জানান।

স্পষ্ট ভাষায় তিনি ইউরোপীয় নেতাদের বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা প্রয়োগ করার মতো শক্তিশালী পদক্ষেপ নেয়ায় ইউক্রেন ইউরোপীয় দেশগুলোর কাছে কৃতজ্ঞ।

কিন্তু এ সিদ্ধান্ত একটু দেরি হয়ে গেছে বলে উল্লেখ করে জেলেনস্কি বলেন, রাশিয়াকে থাকানোর একটা সুযোগ ছিল, যদি শুরু থেকেই প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা দেয়া হতো তাহলে হয়তো রাশিয়া যুদ্ধে যেতে পারত না।

জেলেনস্কি ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের অনুরোধ অনুমোদন করার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে অনুরোধ করে বলেন, আপনারা এ বিষয়ে অন্তত দেরি করবেন না।

বিগত কয়েক সপ্তাহে জেলেনস্কি সারাবিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টে বেশকিছু বক্তৃতা করার সুযোগ পেয়েছেন। সেসব বক্তৃতায় তিনি পশ্চিমাদের যথেষ্ট সমর্থন প্রদানে ব্যর্থতার জন্য তাদের কড়া কথা শোনাতেও ভুল করেননি।