চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রামোসের তোপের মুখে গ্রিজম্যান

স্প্যানিশ মিডিয়ায় এক সাক্ষাতকারে অ্যান্থনিও গ্রিজম্যান বলেছিলেন, তিনি এখন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একইবিন্দুতে। এই মন্তব্য একেবারেই ভালোভাবে নেননি স্পেন ও রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার আগে রামোসের মন্তব্য তাই, ‘গ্রিজম্যানের অজ্ঞতা বেশ সাহসী। ডিয়েগো সিমিওনে ও ডিয়েগো গডিনের উচিত তাকে পরামর্শ দেয়া।’

মূলত ব্যালন ডি’অর পাওয়া নিয়েই ওই মন্তব্য করেছিলেন ফরাসি তারকা। সেই প্রসঙ্গে রিয়াল অধিনায়ক বলেছেন, ‘যখন এইসব ফুটবলাররা ব্যালন ডি’অর নিয়ে বলে, তখন আমার টট্টি, জাভি, রাউল, ইনিয়েস্তা ও ক্যাসিয়াসের কথা মনে পড়ে। এই ব্যক্তিগত খেতাবটা তারা জেতেননি।’

সাক্ষাতকারে ফ্রান্সের বিশ্বকাপজয়ী গ্রিজম্যান বলেছিলেন, ‘স্পষ্টত আমি রোনালদো, মেসি, নেইমার কিংবা এমবাপের চেয়ে অন্যরকম ফুটবলার। কিন্তু আমিও শীর্ষ পর্যায়ের। আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় হতে চাই।’

রামোসের এই মন্তব্যের পর মাদ্রিদ ডার্বিতে রিয়াল-অ্যাটলেটিকো ম্যাচের দিকে বাড়তি নজর থাকবে সবার।