চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রামেশ্বরমে আব্দুল কালামের মরদেহ

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ. পি. জে. আব্দুল কালামের মরদেহ আজ বুধবার নেয়া হবে তাঁর জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরমে। বৃহস্পতিবার সকালে পরিবারের ইচ্ছে অনুযায়ী রামেশ্বরমেই তাঁকে দাফন করা হবে। মঙ্গলবার দিল্লিতে তাঁর প্রতি শ্রদ্ধা জানায় সব শ্রেণী- পেশার মানুষ। সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে ভারত।

তামিলনাড়ুর রামেশ্বরম। এখানেই এক দরিদ্র পরিবারে জন্মেছিলেন ভারতের পরমাণু শক্তির জনক এ. পি. জে. আব্দুল কালাম। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা ভারতবর্ষ । শোক জানানোর প্রস্তুতি নিচ্ছে রামেশ্বরমবাসী। দেশের অন্যান্য স্থানের মতো এখানেও অর্ধনমিত রাখা হয়েছে ভারতের জাতীয় পতাকা।

সকালেই তাঁর মরদেহ এখানে আনা হবে। এমন খবরে প্রিয় মানুষকে একনজর দেখতে ও শ্রদ্ধা জানাতে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন হাজারো মানুষ।

এর আগে মঙ্গলবার বিকেল থেকে দিল্লির নিজ বাসভবন ১০ রাজাজি মার্গে, প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানায় সব শ্রেণি-পেশার মানুষ। শ্রদ্ধা জানাতে আসেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রয়াত রাষ্ট্রপতির সম্মানে মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি করা হয়।

ওইদিন দুপুরে শিলং থেকে তাঁর মরদেহ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হলে তাঁকে শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তিন বাহিনীর প্রধান। প্রয়াত রাষ্ট্রপতির প্রতি সম্মান জানাতে কর্ণাটক সফর কাঁটছাঁট করে দিল্লিতে ফেরেন নরেন্দ্র মোদি।

তামিলনাড়ুর রামেশ্বরমে শেষ শ্রদ্ধা জানানোর পর বৃহস্পতিবার সকালে পরিবারের ইচ্ছে অনুযায়ী সেখানেই দাফন করা হবে ভারতের প্রয়াত এ রাষ্ট্রপতি ও পরমাণু শক্তির জনককে।