চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রামাদি শরণার্থীদের বাগদাদে ঢুকতে দেয়া হচ্ছেনা

রামাদি থেকে ইরাকের রাজধানী বাগদাদে প্রবেশের জন্য ব্রিজটি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। এতে রামাদি থেকে পেরিয়ে আসা হাজারো শরণার্থী বাগদাদে প্রবেশ করতে পারছে না।

শুক্রবার ইরাকের উপ প্রধানমন্ত্রী সালেহ আল-মুলতাক বলেন,আইএস এর বিরুদ্ধে যুদ্ধ এখন আর স্থানীয় সমস্যা নয়। এটি আর্ন্তজাতিক সমস্যায় পরিণত হয়ে গেছে।

কর্তৃপক্ষ কেনো ব্রিজটি বন্ধ করে দিয়েছেন তা স্পষ্ট করে বলেননি। তবে তারা ধারণা করছেন শরণার্থীদের সঙ্গে আইএস’র জঙ্গিরাও এই পথে বাগদাদে প্রবেশ করতে পারে। এই ব্রিজটি আনবার প্রদেশ থেকে বাগদাদে প্রবেশের জন্য সব থেকে নিরাপদ রাস্তা হিসেবে পরিচিত।

আইএস জঙ্গিরা রামাদি থেকে পূর্ব দিকে ইউফ্রেরটস উপতক্যার হাবাইনা প্রদেশের দিকে অগ্রসর হচ্ছেন যেখানে সরকারি সামরিক বাহিনী রামাদিতে আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছেন। যদি আইএস হাবাইনা দখল করতে পারে তাহলে তারা বাগদাদের খুব কাছের একটি শহর ফালুজার কাছে চলে আসবে।

গত সপ্তাহে আইএস কর্তৃক রামাদি দখল হয়ে যাওয়ার পর প্রায় ৪০ হাজার রামাদিবাসী শহর ছেড়ে চলে এসেছেন।