চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রামসাগর দীঘিতে মাছ শিকার উৎসব

শাহ্ আলম শাহী: আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে দিনাজপুর রামসাগর দীঘিতে চলছে মাছ শিকার উৎসব। এতে অংশ নিয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শৌখিন মাছ শিকারীরা। শুক্রবার ও শনিবার এই দু’দিনের মাছ শিকারের উৎসব চলবে।

জেলা প্রশাসনের উদ্যোগে ৩ হাজার টাকা ফি’র মাধ্যমে রামসাগর দীঘিতে শুরু হয়েছে দু’দিনের মাছ শিকার উৎসব। এক টিকিটে দু’জন মাছ শিকারের অনুমতি পেয়েছে।

প্রত্যেক মাছ শিকারী একটি টিকিটের বিপরীতে ৩টি বরশি বা হুইল ব্যবহার করতে পারবেন। এতে টিকিট মূল্য ৩ হাজার টাকা ছাড়াও, মাছের খাদ্য, যাতায়াত বাহন, ভাড়া, অবস্থান, খাওয়া-দাওয়াসহ আনুসাঙ্গিত প্রায় জন প্রতি ১০ হাজার টাকা বাড়তি ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন মাছ শিকারীরা।

তাবু টেনে দিন-রাত অবস্থান করছেন সৌখিন মাছ শিকারীরা। এ উৎসবকে ঘিরে মানুষের পদচারণায় মুখরিত এখন রামসাগর দীঘি।

হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এই মাছ শিকার উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: