চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অস্ত্রোপচারের প্রথম ধাপের পরে কেমন আছে রাবেয়া-রোকাইয়া?

মাথা জোড়া লাগা অবস্থায় জন্ম নেওয়া ১৮ মাস বয়সী দুই শিশু রাবেয়া-রোকাইয়ার অস্ত্রোপচারের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনই কিছু বলতে চান না চিকিৎসকরা।

মঙ্গলবার সকাল ৯টা-১১টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাথ ল্যাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে এ পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

ঢামেক বার্ন ইউনিউটের সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন চ্যানেল আই অনলাইনকে বলেন, এনজিওগ্রাম করে ওদের ব্রেইনের রক্তনালী পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে যে সেগুলো ঠিক আছে কিনা। আগামীকাল আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

তবে শিশু দুটির অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা ‘টু আর্লি’ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

পাবনা জেলার চাটমোহরের ১৮ মাস বয়সী দুই শিশু রাবেয়া-রোকাইয়া। জন্মের পর থেকেই তাদের চিকিৎসা চলছে। তবে কেউ তাদেরকে আলাদা করার ভরসা দেননি। শিশু দুটিকে নিয়ে তাদের স্কুল শিক্ষক মা-বাবা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বার বার ফিরে গেছেন।

এরইমধ্যে শিশুদের বাবা রফিকুল ইসলাম জানতে পারেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আলাদা হওয়া শিশু তোফা ও তহুরার চিকিৎসার খবর। এ খবরে তিনি আশার আলো দেখতে পান।

পরে স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেনের সহায়তায় গত ২০ নভেম্বর ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় শিশু দুটিকে।

শিশু দুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।