চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাবি’র সি ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদভুক্ত সি-ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক একরামুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অধ্যাপক একরামুল হামিদ বলেন, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৩ থেকে ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনে পছন্দক্রম (বিভাগ) ফরম পূরণ করতে হবে। এ সময়ের মধ্যে ফরম পূরণ না করলে ভর্তি যোগ্যতা বাতিল করা হবে।

আগামী ২৩ অক্টোবর পছন্দ ও মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীতদের তালিকা অনুষদের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এবং ২৫ অক্টোবর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

এ ছাড়া ভর্তিসংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) এর admission মেন্যু থেকে পাওয়া যাবে।

গত ৪ অক্টোবর সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের (কৃষি ও বিজ্ঞান অনুষদ) অধীনে রয়েছে ১৬১২ টি আসন। এই ইউনিটের তিনটি গ্রুপ মিলিয়ে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৩৩ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ১০ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী।