চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘রানা প্লাজা’ প্রদর্শনে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আলোচিত সিনেমা ‘রানা প্লাজা’র যে কোনো ধরণের প্রদর্শনে হাইকোর্টের দেওয়া ছয়মাসের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে চলচ্চিত্রটি প্রদর্শনে আর কোনো বাধা থাকলো না। শিগগিরেই ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক।

রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

রানা প্লাজার উপর থেকে সকল ধরনের প্রদর্শন প্রত্যাহার করার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় চলচ্চিত্রটির পরিচালক নজরুল ইসলমান খান চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রত্যাশিত রায় পেয়েছি। রায় পাওয়ার পর মনে হচ্ছে অন্ধকার কেটে পূর্ণিমার চাঁদ এসেছে।

‘আসলে ‘রানা প্লাজা’ ছবিটি আমাদের পুরো টিমের কষ্টের ফসল। সেই কষ্টের ফসল রক্ষা পেয়েছে। এখন প্রযোজক ও টিমের সব সদস্যের সঙ্গে কথা বলে, ভালো একটি দিন তারিখ ঠিক করবো ‘রানা প্লাজা’ সারাদেশে মুক্তি দিতে। তবে যাই করি না কেনো, কোরবানীর ঈদকে সামনে রেখেই করবো।’

গত ২৪ আগস্ট আলোচিত রানা প্লাজা ধসের ঘটনায় নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’ সিনেমার উপর সকল প্রকার প্রদর্শন ও প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছিলো হাইকোর্ট। নিষেধাজ্ঞার পর গত ৪ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও মুক্তি হয়নি পরীমনি ও সাইমন অভিনীত এই চলচ্চিত্রটি।