চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজশাহী মহানগরীর ট্রাফিক সিগন্যাল অকেজো

রাজশাহী সিটির অটোমেটিক ট্রাফিক সিগন্যালগুলো অচল হয়ে যাওয়ায় হাতের ইশারায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। দ্রুত ট্রাফিক সিগন্যালগুলো মেরামত করার দাবি জানিয়েছে নগরবাসী ও পথচারীরা।

১৯৯৪ সালে রাজশাহী মহানগরীতে ট্রাফিক ব্যবস্থা চালু হবার পর প্রায় ২১ টি পয়েন্টে কয়েক দফায় বসানো হয়েছিলো অটোমেটিক ট্রাফিক সিগন্যাল। বর্তমানে মহানগরীর ডিজিটাল ট্রাফিক সিগন্যাল অকেজো। অধিকাংশ গুরুত্বপূর্ণ মোড়ে নেই ট্রাফিক সিগন্যালের অবকাঠামোও।

মহানগরীতে অটোমেটিক সিগন্যাল না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হাতের ইশারায় সিগন্যাল দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক সময় নিজেরাই ঝুঁকির মধ্যে পড়ে যান ট্রাফিক পুলিশ।

আধুনিক মানের ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা প্রকল্প গ্রহণের কথা জানিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন বলছে অর্থ বরাদ্দ পেলে অকেজো ট্রাফিক সিগন্যালগুলো চালু করা হবে।

সাধারণ পথচারীদের নিরাপদ সড়ক পারাপারের নিশ্চয়তা চেয়ে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা সেবার মান বাড়ানোর দাবী নগরবাসীর।

https://www.youtube.com/watch?v=SAP17AcljxU