চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজধানীর জুরাইন এলাকায় পানি সংকট

রোজায় পানির অভাবে নিদারুণ কষ্টে দিনযাপন করছে সারা বছর ধরে পানির সংকটে থাকা রাজধানীর জুরাইনবাসী। মাঝে মধ্যেও বা যতটুকু পানি আসে তাতে দুর্গন্ধ ও ময়লা ভেসে থাকে বলে অভিযোগ তাদের। স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়াসাকে জানিয়েও এই সংকটের কোন সমাধান পাননি তারা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার জুরাইনে পানি সংকট দীর্ঘ দিনের। সারাদিনে দুই একবার ওয়াসার পানি পাওয়া গেলেও সেই পানি খাওয়া তো দূরের কথা গোসল করার উপায় পর্যন্ত থাকে না। পানিতে পোকা-মাকড়তো পাওয়া যায়ই সেইসঙ্গে দুর্গন্ধে ভরা।

বছরজুড়ে পানি সংকটে থাকা এই এলাকায় মানুষ গত দুই সপ্তাহ ধরে ওয়াসার কোনো পানিই পাচ্ছেন না।

স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পানি সমস্যার কথা বলে কোনো সমাধান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসী।

তীব্র গরমে এলাকাবাসী পানির অভাবে কষ্টে দিন কাটালেও এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি ওয়াসা কর্তৃপক্ষ।

আরও দেখুন ভিডিও রিপোর্ট: