চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজধানীতে ১৬ মানবপাচারকারী আটক

রাজধানীর মালিবাগ থেকে ১৬ মানবপাচারকারীকে আটক করেছে র‌্যাব। এসময় উদ্ধার করা হয়েছে প্রায় ২ হাজার পাসপোর্ট। পর্যটক ভিসার আড়ালে পাচারকারীরা বিভিন্ন দেশে মানবপাচার করতো বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গল সন্ধ্যায় রাজধানীর মালিবাগ ও রামপুরা এলাকার বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে চলে র‌্যাবের অভিযান। ওইসব এজেন্সির বিরুদ্ধে আগে থেকেই পাচারের অভিযোগ থাকায় লাইসেন্স বাতিল হয়ে যায়। মানবপাচারের অভিযোগে আটক করা হয় ১৬ জনকে। পাচারকারীরা পর্যটনের নামে বিভিন্ন দেশে মানব পাচার করে আসছে বলে র‌্যাবের অনুসন্ধানে বেরিয়ে আসে।

র‌্যাবের পরিচালক লে.কর্নেল খন্দকার গোলাম সারওয়ার বলেন, পাচারকারীরা পর্যটনের নামে বিভিন্ন দেশে মানব পাচার করে আসছে। যেখানে তাদের গ্রুপ করে পাঠানোর কথা সেটা না করে তারা ব্যক্তিগতভাবে আলাদা আলাদা করে পাঠাচ্ছে।

মানবপাচারকারী চক্রগুলোর সাথে সরকারি কেউ জড়িত আছে কি-না তা খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে এলিট ফোর্স। লে.কর্নেল খন্দকার গোলাম সারওয়ার বলেন, এককভাবে নয়, সরকারের কোনো লোক এর সাথে জড়িত আছে কিনা সেটা খুঁজে বের করতে একটি কমিটি করা হচ্ছে।

পাচার রোধে ট্রাভেল এজেন্সিগুলোকে কড়া নজরদারীর মধ্যে রাখার কথা জানিয়েছে র‌্যাব।