চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রওশনকে এরশাদের গাড়িতে চলতে প্রধানমন্ত্রীর পরামর্শ

পথে বের হয়েও যানজটের কারণে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে পৌঁছুতে পারেননি বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। যানজট নিরসন আর রাজধানীবাসীর অবস্থা দেখতে তাই প্রধানমন্ত্রীকে প্রয়োজনে বোরকা পরে বের হওয়ার পরামর্শ দেন তিনি। জবাবে প্রধানমন্ত্রী বলেন, এরশাদ আর আপনি আলাদা গাড়িতে না এসে এক গাড়িতে এলে যানজট একটু হলেও কমতো।

জাতীয় সংসদের রীতি অনুযায়ী অধিবেশনের সমাপনী দিনে সংসদ নেতার আগে বক্তৃতা করেন বিরোধীদলীয় নেতা। রওশন এরশাদের বক্তৃতা ছিলো বেশ দীর্ঘ।

টানা ৬ ঘণ্টার বৈঠক আর ইফতারেরও বেশি দেরি নেই তাই স্লিপ দিয়ে মনে করিয়ে দেন পাশে বসা এইচ এম এরশাদ।

রওশন এরশাদ তখন বলেন, আজ এখানে সবাইকে আমি ইফতার খাওয়াবো।

এর আগে তিনি জানান, সোমবার প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে যোগ দিতে তিনি বেরিয়েছিলেন। কিন্তু গণভবনের কাছাকাছি এসেও শেষ পর্যন্ত পৌঁছুতে পারেননি।

সমাপনী বক্তব্যে রওশন এরশাদের কথার জবাব দিতে গিয়ে বোরকা নিয়ে কথা না বললেও ট্রাফিক জ্যামে আটকে থাকা বিরোধী নেতার উদ্দেশ্যে কিছু কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দিয়ে তিনি আশা প্রকাশ করেন, নগরবাসী এভাবে সহায়তা করলে যানজটের মতো অনেক সমস্যারই সমাধান হতে পারে।