চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি

ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনায় জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, হাসপাতাল ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাড়ি স্থাপন, জরুরি বিভাগে নিরাপত্তা বাড়ানোসহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইর্ন্টান চিকিৎসকরা।

ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার ভোরে হৃদরোগ বিভাগে রহিমা খাতুন নামে এক রোগী ভর্তি হবার পর মারা গেলে তার স্বজনরা কর্তব্যরত ইর্ন্টান চিকিৎসক হালিমা ও আলেয়াকে শারীরিকভাবে লাঞ্চিত করাসহ ইন্টার্ন চিকিৎসকদের কক্ষের ভেতর আসবাবপত্র ভাঙচুর করে।

এর প্রতিবাদে দাবি আদায়ে কর্ম বিরতিতে যায় তারা। কর্ম বিরতির কারণে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করে হাসপাতাল পরিচালক জানিয়েছেন, দাবি পূরণে আন্দোলনকারীদের আশ্বাস দেয়া হয়েছে।