চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রংপুর সিটি নির্বাচন: বিএনপি ও জাপাতে বিদ্রোহী প্রার্থী

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে পারেনি বিএনপি ও জাতীয় পার্টি। দলীয় হাইকমান্ডের নির্দেশের পরও বিদ্রোহী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের প্রত্যাশা ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বিদ্রোহী প্রার্থীরা মূল স্রোতে ফিরে আসবেন।

রংপুরকে নিজ দূর্গ বলে দাবি করা  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অনেক আগেই দলের মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে একাধিক জনসভায় দলীয় মনোনিত মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। যখন মনোনিত প্রার্থী দলের নেতাকর্মীদের নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ, তখন দল থেকে মনোনয়ন বঞ্চিত নেতা এরশাদের ভাইয়ের ছেলে হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে নেমেছেন মাঠে।

যদিও এ নিয়ে নির্বাচনে কোন প্রভাব পরবে না বলে দাবি জাপার প্রার্থীর।

এদিকে বিএনপির হাইকমান্ড কাওসার জামান বাবলাকে দল থেকে মনোনয়ন দেয়ার পরই বিদ্রোহ ঘোষণা করে নির্বাচনী মাঠে নেমেছেন যুবদলের রংপুর জেলা সভাপতি নাজমুল আলম নাজু ।

তবে দলের সিদ্ধান্ত মেনেই মাঠে নেমেছেন বলে দাবি করেছেন কাওসার জামান বাবলা।

বিদ্রোহী কোন প্রার্থী না থাকায় অনেকটা স্বস্তিতে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু।