চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিক্ষানবিশদের ‘অবৈধ ওভারটাইম’ বন্ধ করলো ফক্সকন

চীনের কারাখানায় শিক্ষানবিশদের ‘অবৈধ ওভারটাইম’ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপলের আইফোনের প্রধান সরবরাহকারী ফক্সকন।

চীনের হেনান প্রদেশে আইফোন এক্স প্ল্যান্টে কমপক্ষে ৬ জন শিক্ষার্থী দিনে ১১ ঘণ্টা কাজ করে, ফিন্যানসিয়াল টাইমস-এর এমন  প্রতিবেদনের পর ফক্সকনের এই পদক্ষেপ।

ঝেনঘজুর সেই প্ল্যান্টটিতে প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে নিয়োগ করা হয়েছে।

অ্যাপল জানিয়েছে, মাধ্যমিক স্কুলের এই শিক্ষার্থীরা স্বপ্রণোদিতভাবে এখানে কাজ করে। কিন্তু তাদের ওভারটাইম করতে অনুমোদন দেওয়া উচিত নয়।

ফক্সকন টেকনোলোজি গ্রুপ চীনে তাদের কারখানায় একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম পরিচালনা করে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, কোনো ইন্টার্নকে যেনো ওভারটাইম করানো না হয় এ জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফক্সকন আরও জানায়, ইন্টার্নরা চীনে তাদের কর্মীবাহিনীর খুবই ক্ষুদ্র অংশ। এধরণের শ্রম আইনের লঙ্ঘণ তাদের নিজস্ব নীতিরও পরিপন্থী।

ফিন্যানসিয়াল টাইমস-এ উঠে আসা অভিযোগ চীনা আইনেরও লঙ্ঘণ, যেখানে শিশুদের সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজ করানো নিষিদ্ধ করা হয়েছে।

সাম্প্রতিক মডেলের আইফোন এক্স এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে দামী হ্যান্ডসেট, যার খুচরা মূল্য ৯৯৯ পাউন্ড (১ লাখ ১১ হাজার ৮৮২ টাকা)।