চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রংপুরে মেডিক্যাল বর্জ্যে হুমকির মুখে জনস্বাস্থ্য

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় রংপুরে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। নগরীর হাসপাতাল, ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্রগুলো নিয়ম না মেনেই যেখানে সেখানে ফেলছে মেডিকেল বর্জ্য। এসব বর্জ্য পানিতে, বাতাসে মিশে ছড়াচ্ছে প্রাণঘাতি রোগ জীবাণু।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, রংপুর সিটি কর্পোরেশন ও ৮ উপজেলায় রংপুর মেডিকেলসহ সরকারি হাসপাতালের পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত ১শ’ ১৮টি ক্লিনিক, হাসপাতাল এবং ১৩৭টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। বিভাগীয় জেলা হওয়ায় প্রতিদিন রংপুর নগরীতে বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক মানুষ চিকিৎসা নিতে আসে। তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের বর্জ্য।

সংক্রামক জীবাণুযুক্ত বর্জ্য নিরাপদ স্থানে কংক্রিটের পিট পদ্ধতিতে শোধন বা বিনষ্ট করার নিয়ম থাকলেও তার কোনো ব্যবস্থা নেই নগরীতে।

উত্তরবঙ্গের প্রায় আড়াই কোটি মানুষের সেবা দেয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও নেই বর্জ্য ব্যবস্থাপনার কোনো ব্যবস্থা।

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সংকট দ্রুত দুর হবে বলছে সিটি কর্পোরেশন।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: