চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শীতে আগুন পোহাতে গিয়ে এক সপ্তাহে ৫ জনের মৃত্যু

শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দুর্ঘটনায় রংপুরে গত এক সপ্তাহে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ মৌসুমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুনে পোড়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।  এ নিয়ে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা।

পৌষের শেষে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেড়েছে। চরাঞ্চলের মানুষসহ হতদরিদ্ররা খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। এ আগুন থেকেই অনেক সময় ঘটে দুর্ঘটনা।

এ অঞ্চলের আগুনে পোড়া রোগীদের একমাত্র ভরসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ শয্যার বার্ন ইউনিট। এখানে চিকিৎসা নিচ্ছেন ৫০ জনের বেশি রোগী। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। গত এক সপ্তাহে আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। বার্ন ইউনিটের ড্রেসিং রুমের অপ্রতুলতা এবং অপারেশন থিয়েটার না থাকায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান: জেলা প্রশাসন দুস্থ-শীতার্তদের মাঝে শীতবস্ত্র দেয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আরো শীতবস্ত্র চেয়ে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে।

শীর্তাতদের পাশে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: