চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যৌন কেলেঙ্কারির অভিযোগ থেকে সৌদি যুবরাজকে রেহাই

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যৌন নিপীড়নের অভিযোগ ওঠা সৌদি যুবরাজের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে না।

আইনজীবীরা মনে করেন সৌদি প্রিন্স মাজেদ আবদুল আজিজ আল সৌদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ নেই।

যুবরাজের আইনজীবীর দাবি তার মক্কেল নির্দোষ। দুর্নাম রটাতে মাজেদের বিরুদ্ধে তিন মার্কিন নারী মিথ্যা অভিযোগ রটিয়েছে বলে উল্টো অভিযোগ তুলেছেন তার আইনজীবী।

গত সেপ্টেম্বরে যৌন নির্যাতনের দায়ে যুক্তরাষ্ট্রে আটক হওয়ার পর তিন লাখ ডলার দিয়ে জামিনে মুক্তি পান এই সৌদি যুবরাজ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা বেভারলি হিলসের একটি এস্টেটে এক নারী কর্মীকে যৌন নির্যাতন এবং জখম করার দায়ে মাজেদ আবদুল আজিজ আল-সৌদ (২৮) কে আটক করে পুলিশ।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানায়, ওই এস্টেটের পাশে একজন প্রত্যক্ষদর্শী এক নারীকে রক্তাক্ত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাড়িটিতে অভিযান চালিয়ে সৌদি যুবরাজকে গ্রেফতার করে পুলিশ।