চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যে পথে যাতায়াত করবে ৪ দেশের যানবাহন

সড়ক যোগাযোগ চুক্তির ফলে বাংলাদেশ থেকে ভারত, নেপাল, ভুটান যেতে পারবেন স্থলপথে। এই পথেই পরিবহন হবে পণ্যও। স্থলপথে চলাচলকারী যানগুলো চার দেশের মধ্যে যে সড়ক যোগাযোগের পথএ চলবে তার খসড়া চিত্রও তৈরি হয়েছে।

বাংলাদেশের মোট ২০ টি স্থলবন্দরের মধ্যে ১৯টিই ভারতের সঙ্গে যুক্ত। এই স্থলবন্দরগুলো সেখানকার বিভিন্ন রাজ্যে অবস্থিত। আর বাকি টেকনাফ বন্দরটি মিয়ানমারের সাথে যুক্ত। বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ রক্ষার্থে এই ১৯ টি স্থলবন্দরই ব্যবহৃত হবে।

প্রাথমিকভাবে নেপাল ও ভুটানের জন্য দুটি করে মোট চারটি পথ নির্ধারিত হয়েছে। সেসবও ভারত হয়েই।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে যোগাযোগকারী যান চলবে ঢাকা-বুড়িমারী-চেংড়াবান্দা এবং ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি রুট হয়ে।

আর নেপালের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত হবে ঢাকা-বাংলাবান্দা-জলপাইগুঁড়ি-কাকরভিটা এবং ঢাকা-বুড়িমারী-চেংরাবান্দা এই পথ দুটি।

জানা গেছে, চুক্তিতে যাত্রীবাহী বাস বলতে বাণিজ্যিকভাবে পরিচালিত বাস, ভাড়ায় চালিত বাস-কার ও ব্যক্তিগত গাড়ির কথা উল্লেখ আছে এবং পণ্যবাহী যানের মধ্যে রয়েছে কনটেইনার বহন করা যায় এমন ট্রেইলর ও ট্রাক।