চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যে কারণে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি

নাইকো দুর্নীতি মামলায় অসুস্থতার কারনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। পরবর্তী শুনানির জন্য ১০ এপ্রিল তারিখ ধার্য করা হয়েছে।

সোমবার সকালে আদালতে না নেওয়া হলেও বেলা ১২টা নাগাদ চিকিৎসার জন্য খালেদা জিয়াকে তার সম্মতির ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে আসা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ইতোমধ্যে বঙ্গবন্ধু মেডিকেলে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে তার জন্য হাসপাতালের কেবিন প্রস্তুত রাখা হয়েছে।

বিএনপি সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে পূর্ব ছাতক গ্যাসক্ষেত্রটি পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেয়ার’ অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

পরে ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।