চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যে উৎসবে ‘ফোকাস’ ছিলো বাংলাদেশ

ভারতের ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়ী হয়েছে যেসব ছবি:

১৬ জানুয়ারি গোয়ায় শুরু হয়েছিল ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়া’ (আইএফএফআই)। এবছর ছিলো উৎসবটির ৫১তম আসর।

রবিবার (২৪ জানুয়ারি) ছিল উৎসবের সমাপনী অনুষ্ঠান। চলুন এক নজরে জেনে নেয়া যাক, উৎসবে সেরা ছবিসহ কারা পেল এবারের গুরুত্বপূর্ণ সব পুরস্কার:

এবছর গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড জিতে নিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর নির্মিত ডেনিশ ছবি ‘ইন্টু দ্য ডার্কনেস’।

সিলভার পিকক অ্যাওয়ার্ড (সেরা অভিনেতা):  জু চুয়ান লিউ, দ্য সাইলেন্ট ফরেস্ট
সিলভার পিকক অ্যাওয়ার্ড (সেরা অভিনেত্রী): জোফিয়া স্টাফিয়েজ, আই নেভার ক্রাই
সিলভার পিকক অ্যাওয়ার্ড (সেরা নির্মাতা): চেন নিয়েন কো, দ্য সাইলেন্ট ফরেস্ট

সেরা ডেবিউ পরিচালক: ক্যাসিও পেরেইরা ডস সান্টোস, ভ্যালেন্টিনা

স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড: কৃপাল কলিতা, ব্রিজ
স্পেশাল জুরি অ্যাওয়ার্ড: কামিন কালেভ, ফেব্রুয়ারি
আইসিএফটি ইউনেস্কো গান্ধী অ্যাওয়ার্ড: আমেন নায়েফের ‘২০০ মিটার’
বর্ষসেরা ভারতীয় ব্যক্তিত্ব: বিশ্বজিৎ চ্যাটার্জী

ইন্টারনেশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) এবারের ‘কান্ট্রি ইন ফোকাস’ ছিলো বাংলাদেশ। যার ধারাবাহিকতায় এবার বাংলাদেশ থেকে মোট ১০টি সিনেমা দেখানো হয়েছে।

দশটির মধ্যে পাঁচটিই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত। ছবিগুলো হলো: আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’, তানভীর মোকাম্মেলের ‘জীবন ঢুলী’, তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’,রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’, এগারো নির্মাতার ছবি ‘ইতি তোমারই ঢাকা’, তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’, পিপলু আর খানের ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ এবং তানিম রহমান অংশুর ‘ন ডরাই’।