চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যে আলিঙ্গন স্বপ্ন দেখাচ্ছে বার্সাকে

দ্বিতীয় মেয়াদে বার্সেলোনার সভাপতি পদে বসেছেন হুয়ান লাপোর্তা। প্রথম মেয়াদে ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল এ প্রশাসকের সামনে একাধিক চ্যালেঞ্জ অপেক্ষায়। মহামারীতে আর্থিকভাবে নড়বড়ে হয়ে পড়া ন্যু ক্যাম্প জায়ান্টদের ঘুরে দাঁড়াতে নেতৃত্ব দেয়া। স্কোয়াডে কার্যকরী খেলোয়াড় যোগ করা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিওনেল মেসিকে ধরে রাখা।

আসছে জুনে আঁতুড়ঘর বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আর্জেন্টাইন মহাতারকার। মেসি এরপর হয়ে যাবেন ফ্রি এজেন্ট। গত মৌসুমে ব্যুরোফ্যাক্স পাঠিয়ে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান দিয়েছিলেন অধিনায়ক। পরে এক মৌসুম থেকে গেছেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আরেক মৌসুম বা আরও কয়েক মৌসুম বার্সায় থেকে যাবেন কিনা মেসি, সেটি নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন। অন্যদিকে তাকে ধরে রাখতে মরিয়া ক্লাব। নতুন সভাপতি লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক ভালো। তিনি মেসিকে ধরে রাখতে পারবেন বলে আশাবাদী সকলে।

লাপোর্তা মেসিকে ধরে রাখার কথা বলেই সভাপতি নির্বাচনের মাঠে বাজিমাত করেছেন। তাই বুধবার রাতে যখন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে আসীন হলেন, তার সূচনা বক্তব্যের বাঁকে বাঁকে থাকল মেসির প্রশংসা ও নতুন চুক্তির আকাঙ্ক্ষাই। ক্যামেরার সামনে মেসির সঙ্গে আবেগঘন আলিঙ্গন করতেও দেখা গেছে লাপোর্তাকে।

সেই আলিঙ্গনই আশা জাগাচ্ছে সমর্থকদের মনে। আসলে আসা দেখাচ্ছে ক্লাবটি সংশ্লিষ্ট সকলকেই। লাপোর্তা বলেছেন, ‘আমরা মেসিকে ধরে রাখার জন্য সবরকম চেষ্টাই করব। সরি লিও… আমি সর্বোচ্চ চেষ্টাটাই করব, এবং তুমি সেটা জানো।’

‘অবশ্যই, আমরা সব চেষ্টাই করবো তাকে ধরে রাখতে। কারণ সে ইতিহাসের সেরা খেলোয়াড়। সরি মেসি, আমি তোমাকে ভালোবাসি, বার্সেলোনাও তোমাকে ভালোবাসে। যদি এই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকত, তুমি চলে যেতে চাইতে না।’

মেসিকে ধরে রাখা প্রসঙ্গের পাশাপাশি আরও অনেক বিষয়ে অভিষেক অনুষ্ঠানে কথা বলেছেন লাপোর্তা, ‘এখন আমাদের ভালো দিন ফিরিয়ে আনতে হবে। বার্সেলোনাকে গৌরবের জায়গায় ফিরিয়ে নিতে যা করার আমরা করবো।’

চ্যালেঞ্জ জয়ের পথে ক্লাবের বর্তমান আর্থিক দুর্দশা কীভাবে কাটিয়ে ওঠা যায় সেটি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন নতুন সভাপতি, ‘আর্থিক অবস্থা আমাদের মনোযোগের শীর্ষে থাকবে। সেটির জন্য আমাদের পরিকল্পনা আছে। বার্সার জন্য যা ভালো হয়, আমরা সেই সিদ্ধাটিই নিবো।’

মেসিদের কোচ ডাচম্যান রোনাল্ড কোম্যানকে নিয়েও কথা বলেছেন লাপোর্তা। কোচকে সমর্থনই জানিয়েছেন, ‘রোনাল্ড, আমাদের সমর্থন ও আত্মবিশ্বাস আপনার সঙ্গী হবে। চ্যাম্পিয়ন্স লিগে আমরা সেরার আসনে ফিরতে চাই। কিন্তু এই মৌসুমে ছিটকে গেছি। এই মৌসুমে তাই লিগ ও কোপা ডেল রে জিততে চাই আমরা।’