চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যেমন ছিল পিএসজির অনুশীলনে মেসির প্রথমদিন

ড্রেসিংরুমে নিজ লকারের সামনে বসা। জুতোর ফিতা বাঁধছেন। পেছনে সাজানো-ঝোলানো ৩০ নম্বর জার্সি। যেটা পরে পিএসজিতে খেলবেন। নতুন ক্লাবে নতুন রংয়ের পোশাক গায়ে জড়ানোর পর নতুন সতীর্থদের সাথে মিলন পর্ব।

সে পর্বে একে একে হাত মেলালেন সব সতীর্থের সঙ্গে, বুকেও জড়িয়ে নিলেন। কাউকে কাউকে তো একটু বেশি করেই এঁটে নিলেন বুকের সাথে। তাকেও কেউ কেউ শক্ত করে চেপে ধরলেন বুকে।

কাইলিয়ান এমবাপে, নতুন সতীর্থকে নিয়ে যদি এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেননি। ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকাকেও দেখা গেল আকর্ণবিস্তৃত হাসির সঙ্গে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন মহাতারকাকে।

এরপর কিছুক্ষণ চলল সাইক্লিং। সেখানে এগিয়ে এসে হাত মেলানোর পর বুকে জড়িয়ে নেয়ার পর খানিকটা খোশগল্পও করলেন সার্জিও রামোস। এপর্বের শেষে নেমে গেলেন মাঠে। শুরু হল পুরোদমে অনুশীলন। করতে থাকলেন বল নিয়ে নানান কারিকুরি।

এভাবেই পিএসজিতে লিওনেল মেসির প্রথমদিনের অনুশীলন শুরু হয়েছে। নতুন অভিযাত্রায় নেমে গত এক সপ্তাহে মুখোমুখি হওয়া জীবন বাস্তবতার ধুলো আর একমাসে অবকাশ মেলা পায়ের চর্বি সরালের কঠোর অনুশীলনে ঘাম ঝরিয়ে।

মাসখানেক ধরে পা জমে আছে মেসির। মাঠে নেই, পা আর ফুটবলের মেলবন্ধন ঘটেনি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পর থেকেই অবকাশ আর ক্লাব বদলের ধাক্কায় ছিলেন। যতদ্রুত সম্ভব মাঠে ফিরতে চান।

তার আগে নিজেকে প্রস্তুত করে নিতে শুরু করলেন। প্যারিসে নতুন ক্লাব, নতুন পরিবেশ, নতুন সতীর্থ, নতুন কোচ, সবকিছুই নতুন। মঙ্গলবার চুক্তি সারার পর সব নতুনের সঙ্গে মানিয়ে নেয়ার শুরুটা হল বৃহস্পতিবারের অনুশীলন দিয়েই।

লিগ ওয়ানে গত রোববার ট্রয়ের মাঠে ২-১ গোলের জয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু হয়ে গেছে পিএসজির। তাদের পরের ম্যাচ ১৪ আগস্ট। শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় ঘরের মাঠে নামবে পিএসজি। প্রতিপক্ষ স্ট্রসবুর্গ।

মহাতারকাকে দলে টানার পর পিএসজির প্রথম ম্যাচ, সেটি আবার ঘরের মাঠে। মেসিকে মাঠে নামিয়ে দেয়ার জোর সম্ভাবনাই জেগেছে ওই ম্যাচে। বন্ধু নেইমার, এমবাপে, ডি মারিয়া, পারেদেস, সার্জিও রামোস, মার্কো ভেরাত্তি, আশরাফ হাকিমিদের পাশে অভিষেক এখন কেবল সময়ের ব্যবধান ৩০ নম্বর জার্সির মেসির জন্য।