চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যুবলীগ নেতা জালাল হত্যায় ১১ জনকে ফাঁসির আদেশ

যুবলীগ নেতা জালাল উদ্দিন সরকার হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা ১ নম্বর আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।

রায় ঘোষণার সময় ছয় আসামী আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পালাতাক রয়েছেন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি জালাল উদ্দিন সরকারকে ২০০৩ সালের ১৭ আগস্ট বিকেলে কাপাসিয়ার পাবুর গ্রামের বলখেলা বাজারের পাশে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জালাল উদ্দিনের বড় ভাই মিলন সরকার বাদী হয়ে কাপাসিয়া থানায় ১১ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন। ২০০৪ সালে ২৩ জানুয়ারি পুলিশ তদন্ত শেষে সব আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

আদালত বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে আজ এ রায় দেন।

তবে এ রায়ে অসন্তুষ্ট আসামী পক্ষের আইনজীবী এডভোকেট শহীদুজ্জামান বলেছেন, তারা ন্যায় বিচার পায়নি। আসামীদের রাজনৈতিক কারণে হয়রানীর উদ্দেশ্যে আসামী করা হয়েছে।