চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ৯ বছরের শিশুর আত্মহত্যা

সমকামিতা নিয়ে স্কুলে হেনস্তা

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে জ্যামেল মাইলস নামের নয় বছরের এক শিশুর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

সমকামিতার প্রতি আগ্রহ থাকার কারণে তাকে স্কুলে হেয় করা হয়েছিল। আর এ জন্যই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে দাবি শিশুটির মায়ের।

জ্যামেলের মা লিইয়া পিরসি স্থানীয় এক টেলিভিশনকে জানান, ‘গত গ্রীষ্মে তার সন্তান তাকে জানায় সমকামিতার প্রতি তার আগ্রহ আছে।’

তিনি বলেন, জ্যামেল স্কুলে গিয়ে তার সহপাঠীদের গর্বের সাথে বলতো যে সে একজন ‘গে’ (সমকামি)।

তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের এ ধরনের মনস্তাত্ত্বিক সংকট কাটিয়ে তোলার জন্য তাদের স্কুলে কাউন্সিলর ছিল।

এই ঘটনার পর গত শুক্রবার স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কাছে দরকারি অতিরিক্ত কাউন্সিলিংয়ের সুবিধার কথা জানিয়ে চিঠি দেয়।

চিঠিতে তারা, জ্যামেলের মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করে। সেই সাথে সন্তানদের মধ্যে কোনো ধরনের চাপ বা অন্যমনস্কতা লক্ষ করলে কাউন্সিলরের কাছে পাঠানোর জন্যও অনুরোধ করেছে।

ডিপিএস স্কুলের মুখপাত্র উইল জোনস বিবিসিকে জানায়, তাদের স্কুল শিক্ষার্থীদের তাদের অনুভূতি বা আবেগ খোলাখুলি জানানোর সুযোগ করে দিয়েছে। যাতে তারা সাহায্য পেতে পারে।

স্থানীয় পুলিশ ওই শিশুর আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখছে।

গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে জ্যামেল মাইলসের মৃতদেহ উদ্ধার করা হয়।