চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুক্তরাষ্ট্রে ক্রিসমাসের অনুষ্ঠানে কটুক্তির শিকার বাইডেন

হোয়াইট হাউজে ক্রিসমাস অনুষ্ঠান চলাকালে একটি ফোনকলে কটুক্তির শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘লেটস গো ব্র্যান্ডন’ বলে এক কলার প্রেসিডেন্ট জো বাইডেনকে বিরক্ত করার চেষ্টা করেন। ‘লেটস গো ব্র্যান্ডন’ উক্তিটি মূলত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের দ্বারা বাইডেনের বিরুদ্ধে একটি রাজনৈতিক স্লোগান হিসেবে পরিচিত।

শুক্রবার জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউজে অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড কর্মকর্তাদের  সাথে কথা বলছিলেন, যারা সারা বিশ্বের সান্টার ভ্রমণের সন্ধান করে থাকে। সেই সময় নিজেকে জ্যারেড পরিচয় দেয়া এক ব্যক্তি প্রেসিডেন্টকে কল দেন। এসময় ওই ব্যক্তি বাইডেনকে কটুক্তি করেন।

উল্লেখ্য, জ্যারেড নামক ওই ব্যক্তি ৪ সন্তানের পিতা। প্রেসিডেন্ট জো বাইডেন তার সন্তানদের সাথেও কথা বলেছেন এবং তারা বড়দিনের উপহার হিসেবে কী চায় সেই বিষয়েও জানতে চান এবং তাদের রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ারও উপদেশ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ক্লিপটি ছড়িয়ে যাবার পর অনেকেই এমন পরিস্থিতিতে প্রেসিডেন্টের শান্ত প্রতিক্রিয়ার প্রশংসা করেন।